৫ হাজার মেম্বার এবং নতুন বছরের আগমন উপলক্ষে আপনাদের প্রিয় Xiaomi Mi A1 Users Community গ্রুপ আপনাদের জন্য নিয়ে এসেছে Photography Contest।
অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার। যাদের A1 নেই, তাদের জন্যও রয়েছে অংশগ্রহণের সুযোগ!! আর নয় দেরি, নেমে পড়ুন কন্টেস্টে!!!
So, MiA1 ও অন্যান্য মোবাইল ফোন ইউজার গন অংশগ্রহন করতে পারবেন।
Sections:
Section 1. Landscape (For A1 Only)
Section 2. Portrait (For A1 Only)
Section 3. For Other Smartphone User.
প্রতি বিভাগ থেকে তিনজন বিজয়ী নেওয়া হবে।
অংশগ্রহণ এর নিয়মাবলী :
১। একজন প্রতিযোগী সর্বোচ্চ ২ টা ছবি পোস্ট করতে পারবে প্রতি বিভাগে। প্রতি ছবি আলাদা আলাদা ভাবে পোস্ট করতে হবে। পোস্ট গুলো করতে হবে আমাদের গ্রুপে www.facebook.com/groups/mi.a1bd
২। ছবির ক্যাপশান বাধ্যতামূলক।
For MiA1: ক্যাপশনে হ্যাশট্যাগ #ShotOnA1Contest অবশ্যই থাকতে হবে। হ্যাশট্যাগ ছাড়া কোনো ছবি প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবেনা। যে বিভাগের (Landscape/Protrait) ছবি সে বিভাগও উল্লেখ করতে হবে।
For Other Devices: ক্যাপশনে হ্যাশট্যাগ #ShotOnMobileContest অবশ্যই থাকতে হবে।এক্ষেত্রে Device Name উল্লেখ করতে হবে।
এবং মূল ছবি টি অবশ্যই পরবর্তী তে যাচাই এর জন্য নেওয়া হবে।
Example:
For A1
#ShotOnA1Contest
Section: 1. Landscape / 2. Protrait
"ছবির ক্যাপশন"
For Others৩। বিজয়ী পোস্ট এর লাইক ( Like, Love, Wow React will count Only), কমেন্ট (৬০%) এবং বিচারকদের নম্বর বিচার (৪০%) করে নির্ধারন করা হবে।
#ShotOnMobileContest
Device Name:
"ছবির ক্যাপশন"
৪। একই ছবি দুইবার পোস্ট করা যাবেনা। এক ছবি একবারই। নেট থেকে ছবি নিয়ে বা অন্যের ছবি নিজের নামে পোস্ট করা যাবেনা, এমন অভিযোগ পেলে প্রতিযোগীকে বহিঃকার করা হবে।
৫। যে কোনো প্রকার অটোলাইকের ইউজ আপনাকে ব্যান লিস্টে নিয়ে যাবে। তবে আপনি চাইলে আপনার বন্ধুদের গ্রুপে এড করে Like, Comment, Vote নিতে পারবেন। গ্রুপে পোস্ট দিয়ে Like, Comment, Vote চাওয়া যাবে না। তবে ইনবক্স বা অন্যগ্রুপে চাইলে আমরা সেটি দেখতে যাবনা।
৬। কালার টোন / ক্রপিং ছাড়া কোনো প্রকার এডিটই গ্রহণযোগ্য হবেনা। কোন প্রকার EDIT ধরা পড়লে সাথে সাথে কন্টেস্ট থেকে বের করে দেওয়া হবে।
বিঃদ্রঃ
★এক জন প্রতিযোগি ১টির বেশি প্রাইজ পাবেন না।
Contest Period: 22-26 December 2017
Sponsors
1. Covers Mart
5. MS Telecom
7. Gadget Touch
8. Sumash Tech
Prizes
Section 01 ( Landscape) for A1
Anker SoundBuds Slim Earphone by Covers Mart
Mi Tripod Selfie Stick & Mi A1 Armor Case by KRY International
Awei Y200 Bluetooth Speaker by MS Telecom

Section 02 (Portrait) for A1
Anker SoundCore Nano Bluetooth Speaker By penguin.com.bd
Mi Iron Ring Pro Earphone by SmartGadgetBD
1more Piston Fit Earphone by Sumash Tech
Section 3 (Other Mobiles)

Remax 501 Earphone by Gadget Marts BD

*** Authority can change the rule anytime if needed..
No comments:
Post a Comment